কালা শাহ রচিত গান নং ২৩৪

ও বন্ধু আমার কার কুঞ্জে রহিলো, রহিলো গো
আমার কার কুঞ্জে রহিলো ।
যাবত জীবন করি উচাটন
বন্দে আমায় কেমনে ভুলিলো গো ।।
আসবো বলে প্রাণনাথ, কইয়া গেলো সাক্ষাৎ
সেই আশা না আমার পুরিলো
আসবো বলে গেলো কইয়া, পন্থপানে রইলাম চাইয়া
কেনে বন্ধু ফিরিয়া না আইলো, কি আইলো গো ।।
হায় বন্ধু প্রাণধন, তোমার লাগি যায় জীবন
আমার প্রতি দয়া না হইলো ।
এতো তুমি কঠিন, আমায় তুমি বাসো ভিন
তোমার দয়াল নামে কলঙ্ক হইলো, হইলো গো ।।
গোনার দিন ফুরাইয়া গেলো, যায় দিন কি আসবে বলো
এখন আমার সন্ধ্যা যে হইলো
দিন গেলো মোর নাই বেলা, সঙ্গে নাই মোর সঙ্গিলা
সঙ্গের সঙ্গী ছাড়িয়া চলিলো, চলিলো গো ।।
কালাশায় কয় প্রাণনাথ, এসো আমার সাক্ষাৎ
দেখি তোমার প্রতিজ্ঞা কই রইলো ।
কালু বালা অঙ্গীকার, কবে আইলাম ভবপার
সেই আশা না আমার পুরিলো, পুরিলো গো ।।