কালা শাহ রচিত গান নং ৪৬

ও মন, চিনরে আপন, মুর্শীদ কেমন ধন
বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন ।।
(ও মনরে) যে তর আপন আছে, অচিন হইয়া রইছে
তারে তুমি করহ সাধন
তারে না সাধন করলে মায়া জালে বদ্ধ রইলে
হারাইলে অমূল্য রতন ।। (ও মনরে)
আলিফ লাম মীম আহাদ নূরী, তিন হরফের মর্ম ভারী
সে ভেদ নাহি জানে আলেমগণ ।।
সেই ভেদ যদি জানতে চাও, ধরো গিয়া মুর্শীদের পাও
জানলে হবে সাধু মহাজন ।। (ও মনরে)
লাহুতের বেচাকেনা, সাধন বিনে কেউ পারেনা
ত্রিপুনিতে করহ আসন ।।
কালাশা ফকীরে বলে, ত্রিপুনীতে আসন হইলে
আর না হইবে চুরি মণি সিংহাসন ।।