দেখ ভারতবাসী ভাই, আমাদের আর উপায় নাই
গলেতে দুধারা ফাসি, লড়বার সাধ্যি নাই ।।
জামানার হইলো শেষ, ইসলাম ধরে দুই বেশ
ঈমান আমল কেমনে রাখি ভাই ।
ধর্ম লইয়া করে রণ, সামনে খাড়া দুইজন
দুইজনের দুই কথা, কোন পন্থে সে যাই ।।
হায়রে আমরার শস্য তারার তেলও
তারার স্বার্থ আমরার গেলো
গাছের আগাত পাকনা বেল, কাউয়ার আশা নাই ।
মোদের টাকা মোদের কড়ি, তারা করে বাহাদুরী
আমরা কেবল জাত বাঙালী, আমরার উপায় নাই ।।
কালেমা, নামাজ, রোজা, হজ্জ যাকাতে ঈমান তাজা
এই পাঁচ কামে বড় মজা, ঈমান থাকলে ভাই ।
ইসলামেরই ধর্মকর্ম, তারা জানে সবই মর্ম
স্বরাজ লইয়া মারামারি তারা করে ভাই ।।
টাকার লোভে ভবের মাঝে, কলির যুগে কতই সাজে
যার যার স্বার্থ সেই বোঝে, কেবল আমরা বুঝি নাই ।
আখেরী জামানা শেষ, ইসলাম ধরে দুই বেশ
ঈমানে ছাড়লো দেশ, ভাবে বুঝি ভাই ।।
আলেম-ওলামা যত সবই, আমরা সবের নায়েবে নবী
দেখতে দেখি ইসলাম রবি, তত্ত্ব বুঝিনাই ।
যখন ছিলো ইসলাম জারি, শয়তান গেলো সীমানা ছাড়ি
এখন শয়তান চতুর্দিকে ঘিরিয়া রইলো ভাই ।।
মুসলীম লীগ উলামার দল, স্বরাজ নৌকায় সিচে জল
হস্তীর পেটে রইলো কল, জল তো কমে নাই ।
উত্তরাল-দক্ষিণাল বাউ, বাদাম দিয়া মরতে চাও
একতরফা বাতাস হইলে কিনার মিলবো ভাই ।।
যদি সুখে থাকতে চাও, সকলে মিশিয়া যাও
ভারতেরই হিন্দু-মুসলমান ।
নহে তো ঠেকিবে দায়, সার করিবে কায় কায়
কাটাকাটি-মারামারি, শান্তি হবে নাই ।।
ধাইপুর গ্রাম বসতবাড়ি, আতুয়াজান পরগণা ধরি
দিরাই থানা, সুনামগঞ্জ সদর কাচারী ।
পোস্ট অফিস পাইলগ্রাম, শ্রীহট্ট জেলা নাম
কালাশার ঠিকানা দিলাম পরিচয় ভাই ।।