কালা শাহ রচিত গান নং ১৯৫

বন্ধু মোরে করলে কলঙ্কিনী ।
দিয়া ধরা, দেওনা ধরা রে বন্ধু, কান্দি দিন রজনী রে ।।
তোমারও পিরীতির জ্বালারে বন্ধু, সহিতে না পারি ।
বাইরম বাইরম করে চিত্তরে বন্ধু, বাহিরয় না পরাণিরে ।।
ঘরের জ্বালা বাইরের জ্বালারে বন্ধু, লোকে কানাকানি ।
শুইলে না আসে নিদ্রারে বন্ধু, উড়িয়া যায় পরাণি রে ।
আমি তো উদাসী হইলাম রে বন্ধু, তোমার কাঙ্গালিনী
যা ইচ্ছা লয় তাই করো রে বন্ধু, সইপাছি পরাণি রে ।।
কালাশারই মনের অনলরে বন্ধু, জ্বলে দিন রজণী ।
দরশন দিয়া মোরে রে বন্ধু, রাখো মোর পরাণি রে ।।