কালা শাহ রচিত গান নং ১৮০

সাত রঙ্গে কামনদী হইয়াছে
(হায়রে) এই দুনিয়া ছান্দা, না মিলে তার কান্দা
আলম আল্লার বান্ধিয়া রাখিয়াছে ।।
ছিয় ছপেদ লাল জরদা, চার রঙ্গে চার পরদা
দিন মাসে জারি হইতেছে ।।
কাম ক্রোধ লোভ হিংসা ছায়া, সেই নদীরও পাশে ।
এমনও কামিনী, মনমোহিনী
নিকটে গেলে তার, প্রাণে নাহি বাঁচে ।।
(হায়রে) নবরঙ্গে করে খেলা, সাতদিন থাকে ঘাটের মেলা
তাহাতে এক ফুল ফুটিয়াছে ।
সেই ফুলের অলি, ফুল তুলিবো বলি
হাদীস কোরাণে তার মানা করিয়াছে ।।
(হায়রে) মণি মুক্তা আলমাছ, সেই ফুলে ফুটে গাছ
কতই ছুরত ধরিয়াছে ।
ওয়া লাকদ খলাকনাকুম, ছুম্মা সাওয়ারনাকুম
কুদরতে যত ইতি সেই গাছে করিয়াছে ।।
সাত সমুদ্র তেরো নদী, ঢেউ চলে তার নিরবধি
কামনদী উজ্জল তাহাতে ।
সেই নদীর তিনটি শাখা, তাহাতে গরল মাখা
কাফ লাম শীন পাকা, মুর্শীদে করিয়াছে ।।