কালা শাহ রচিত গান নং ৬২

কালাশা তোর দশটি ঘড়ি, ছয়টা চাবি দিলো তার ।
ছাড়াইতে পারিনা আমি কলবের জং আর ।।
চাবি দিলে গাড়ি চলে, ঘন্টায় ঘন্টায় বাজে তার ।
আঠারো শহরের মাঝে আওয়াজ হয় তার বেশুমার ।।
হাওয়া বাবুর ইস্টিশনে মহাজনে দেখে তার ।
কোন তারেতে চলছে গাড়ি, কোন তার বদ্ধ রইলো কার ।।
মোশাহেদা, মোরাকাবা, যার হইছে ভাই পরিস্কার ।
ইঞ্জিন গহ্বরের কথা বুঝতে পারবে সারাসার ।।
ইঞ্জিন গহ্বরের ভিতর ৩৬২ তার ।
তারে তারে খবর চলে, রাখতে পারলে পরিস্কার ।।
সুলতান নাছিরাপুরে ১২ তারের পাহারাদার ।
মোকামে মাহমুদা শহরে তিনশো তারে বাঁধছে ঝাড় ।।
ত্রিপুনি শহরের মাঝে আতস বাবু মূলাধার ।
১৪ তারে টেলি করে, আদম শহরে রংবাহার ।।
দিল্লির শহর ঘুরছে লহর, তার মাঝে ১৮ তার ।
তিন তারে গৌরাঙ্গ নাচে, তিন তারে কয় কেবা কার ।।
লাহুত, মলকুত, নাছুত, জবরুত, চার মোকামে চারটি তার ।
এক তারেতে বিরাজ করে চিন্তামণি কালাশার ।।