আমি করি কি উপায়
সুমতি কুমতি ঘরে, ঝগড়া না ফুরায় ।।
আরে সুমতি নামাজে খাড়া
কুমতি দৌড়ায় গাড়ী-ঘোড়া ।
শুকনাতে ডুবাইলো ভরা, দিল দরিয়ায় ।।
সুমতির নাই মতি, কুমতির কত রীতি ।
জেনা কেনা হিংসা নিন্দায় আমারে ফাসায় ।।
সুমতি আসলে ভুল, দিল দরিয়ায় পাইনা কূল ।
হাবুডুবু খাইয়া কুমতির ছল্লায় ।।
এয়াদুল্লাহা মাওকা আইদিহিম,
বইলাছেন আরশেল আজিম ।
কররে মুর্শীদ একিন, কোরাণে ফরমায় ।।
মুর্শীদের উছিলা করি, লুকাইয়াছইন পাক বারি ।
কলির যুগে তামশা করি গেলো কালাশায় ।।