ক্ষণে আগুন, ক্ষণে পানি, ক্ষণে ক্ষণে হয় সাঁতার ।
দেহের লীলা বুঝাইয়া দেও কালাশার ।।
(ও মুর্শীদ, তোমার চরণ করছি সার)
দেহের কতখান দিগ, কতখান পাশ
কতখান গহ্বর তার ।
দেহের উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, কোনখানে মালের ভাণ্ডার ।।
আট কুঠরি দশ দরজা, এক দরজা বন্ধ তার
নয় দরজা রাখছে খোলা, কোন দরজায় বসত কার ।।
পঞ্চ চন্দ্র রসে ভরা, কোন রসেতে জন্ম কার ।
কোন রসেতে পীর-পয়গম্বর, কোন রসে জন্ম আমার ।।
আট বাক, বারো বরুজ, চৌদ্দ রিকাব দেহের সার ।
চার পীরের চৌদ্দ খান্দান,
চৌদ্দ নিকা কেন হলো মোস্তফার ।।
ত্রিশ পারায় কোরাণ শরীফ, চৌদ্দ সেজদার ভেদ কি তার ।
আঠারো মোকামের মধ্যে কোন মোকামে কি কি সার ।।
ত্রিশ হরফে বাইশটি নোক্তা
নোক্তায় নোক্তায় বানছে ঝাড় ।
আলেপের উপর জবর হইলে হামজা পড়ো, ভেদ কি তার ।।
চার কুতুব, ষোলো পরি, ষোলো যোগের ভেদ করি তার ।
কোন যোগে, কোন আকারে, কোথায় ছিলো পরোয়ার ।।
কাফ লাম শীন অক্ষরে জবর দিয়া বোঝো সার ।
এ চৌদ্দ ভুবন পয়দা আদমের মূল কাণ্ডার ।।