কালা শাহ রচিত গান নং ১২৭

আগে তো জানিনা আমি, মুর্শীদ কেমন ধনরে
না ভজিলে মুর্শীদের চরণ, বিফল মরণরে ।।
মুর্শীদ অমূল্য ধন, যে কইরাছে চরণ সাধন ।
লক্ষকোটি পাপে তারে কি করিতে পারে রে ।।
কলব রূহ ছের খোপি আকফা নফস ছয়টি রবি ।
হৃদ আকাশে উদয় শশী প্রকাশ হইয়াছে রে ।।
হালকাবন্দী জেকের কর, মুর্শীদরূপে ধিয়ান ধর রে ।
পাবে মতলব নিজঘর, মুর্শীদের ধিয়ানেরে ।।
মুর্শীদ নামাজ, মুর্শীদ রোজা
মুর্শীদ সাধন, মুর্শীদ ভজন রে ।
মুর্শীদ স্থূল, মুর্শীদ মূল, দয়ার সাগর রে ।।
বিষম সঙ্কট দিনে কে তরাবে মুর্শীদ বিনে রে
কালাশায় কয় মনপ্রাণে মুর্শীদের চরণেরে ।।