কালা শাহ রচিত গান নং ৬

বিসমিল্লা সোবহান আল্লা বলিয়া,
সকল জোনাবে সালাম কই বসিয়া ।
আউয়ালে আল্লাজির নাম, দুওমে পড় কালাম,
দয়াল রছুলের উপর দরুদ ভেজিয়া ।।
মা বাপ ওস্তাদ পীর, তাদের পদে দিয়া শির,
এই সংসারের পীর আউলিয়া লইয়া ।
আবু বকর, হযরত আলী, ওমর, ওসমান গনি,
শহীদে কারবালা জমি লইয়া ।।
আদম হইতে ঈসা নবী, পীর পয়গাম্বর যত সবই,
মক্কা মদীনা শরীফ লইয়া ।
বে মুরীদা যত জন, জিকিরে না মজে মন,
হইবে দিলরুশন জিকির ছাড়িয়া ।।
জালাইয়া ধ্যানের বাতি, করো জিকির দিবারাতি,
দয়াল মুর্শীদ বর্জক শান ধরিয়া ।
কালাশাও মূঢ়মতি, মুর্শীদ বিনে নাই গতি,
ঈমান আমল সঙ্গের সাথী, দেখো ভাবিয়া ।।