কালা শাহ রচিত গান নং ২২৩

হায়রে বন্ধু, তোমার প্রেমে এতই ডাকাতি ।
আমি মান কুলমান সবই দিলাম, ঘটলো কত দুর্গতি ।।
বানাইয়া আদম তরী, এশক মোহাব্বত করলায় জারি গো
হাজার বছর তারিফ করলে হবেনা তার এক রতি ।।
একী তোমার লীলাখেলা, আজগুবি আজব মেলা গো
আমার চক্ষে তালা, করো খেলা, এইসব তোমার কুদরতি ।।
হাউজ-হিরিছ হুরলোভে, আমারে চালাইছো ধূমে গো
তুমি করো তোমার কাম, আমার হবে কোন গতি ।।
আকল-বুদ্ধি হুশ-ফাহামে, মনরায় দৌড়ায় লাগামে গো
চাইরজনে চাইরদিগে টানে, রুহের কি আছে শক্তি ।।
সুমতি-কুমতি ঘরে, দিবানিশি ঝগড়া করে গো ।
কেউর কথা কেউ শোনেনা, কালাশা তর কোন গতি ।।