কালা শাহ রচিত গান নং ১৯

ফকীরি কি মুখের কথা জানোরে মন
ফকীরি কি মুখের কথা জানো ।। (চিতাঙ্গ)
হইলে জীয়ন্তে মরা, তবু তারে যায়না ধরা
বুঝিয়া দেখো কালাশারই গান ।।
রাজ্যপাট ত্যায্য করি, যে হইয়াছে প্রেম ভিখারী
থাকেনা সে গোকূল নগর ।
গহীন কানন ও বন, সুখের রাজ্য সিংহাসন
মাশুক বিনে তার কিছু নাই ধনরে মন ।।
লাইলি মজনু ফরহাদ শিরি, জুলেখা সুন্দর নারী
মাশুক ধ্যানে কতই বিড়ম্বনা ।
এই জমানার প্রেমিক যারা, চলেনা সে নারী ছাড়া
হক কথায় যায় কালাশার গর্দানরে মন ।।
শেখ ফরিদ এক প্রেম ভিখারী
ছত্রিশ বৎসর বাসা ছাড়ি
অনাহারে রহিলো কানন ।
ফা কাফ র ইয়া, চার হরফের মানে দিয়া,
ফকীর পাইলে করে তার যতন রে মন ।।
ত্রিপুরাতে ছিলো বাড়ি, ইষ্ট কুটুম সবই ছাড়ি
দেশ বিদেশে গেলাম কত খান ।
ধাইপুর গ্রামে বাসা করি, কালাশাহ নাম ধরি
ফকীর বেশে বাড়াইলাম কীর্তনরে মন ।।