কালা শাহ রচিত গান নং ২৩৮

লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসুল ।
ঐ কলেমা পড়লে হবে আল্লারই মকবুল ।।
কলেমা তৈয়বের মানি, মাবুদ বর্জক জানি ।
দমে দমে পড় কলেমা, হইয়োনা বেভুল ।।
ঐ কলেমায় ঈমান বান্দো, মিলিবে আকাশে চান্দ
অন্ধকারে ফুটবে রে তোর হৃদবাগানের ফুল ।।
যেদিন হাশর হবে, নবীর পানে সবাই চাবে
নফসি নফসি সবে কবে, হইয়ে আকুল ।।
কেবল মোহাম্মদ নবী, উম্মতি উম্মতি ভাবি
নিজহাতে মিজান ধরি বেহেশত দিবা কুল ।।
হাশর ময়দান পরে, সুপারিশ করিবারে
নবী বিনে সেই নিদানে, কে দিবেরে কুল ।।
আল্লাহু কাদির গনি, নবীর উম্মত হবে যিনি
বেহেশতে মোকাম পাবে, বড়ই মাকুল ।।
এমন নবীর উপরে যে, নাহি দরুদ পড়ে
লান্নত পড়ে তার উপরে, হারে নামাকুল ।।
এ জনম বিফলে গেলো, আর কি জনম হবে বলো
জীবন থাকতে লইলিনা তুই, নবীর চরণ ধূল ।।
ক্যায়সা খুবি বেহেশতো বিচে, পানির নহর নীচে
মোমীনগণে পিবে পানি, হইয়া মশগুল ।।
হুর গেলেমান যত, জনে জনে পাবে কত
দেখলে ছবি মশগুল হবি, পাবি রত্নমূল ।।
দীনহীন কালাশায় বলে, নবীজির চরণতলে
করিয়াছি ভরসা মনে, পাইতাম নবীর কুল ।।