কালা শাহ রচিত গান নং ১১৫

সয়নারে ভাই উকুনের জ্বালা
দুই হাতে মাথা খাউজাই, জ্বলে পায়ের তলা ।।
লাহুতে সিন্দুক বানাইলাম, মুলকুতে দিলাম ডালা ।
নাছুতে ছোড়ানি ঘোরে, জবরুতে লাগাই তালা ।।
আদম হইতে হাওয়া পয়দা, হাওয়া হইলো লীলা ।
হাওয়াতে সৃষ্টি মুড়ে লুকাইয়া চিকন কালা ।।
আট কুঠুরি নয় দরজা, নাভি কুণ্ডে তালা ।
কামভাবে প্রেমরসে বাজাই নামের বেহালা ।।
রূহ কামিনী পঞ্চভাই, কাম সাগরে গেলা ।
কাম সাগরে মদন মাঝি পাইলো সবরী কলা ।।
দিল্লির শহর ঘুরছে লহর, কলের তিন তালা ।
ভেদ না বুঝে গান করে বেবুঝ মন শালা ।।
মক্কার ঘরের চাইর ধারে চাইর এনাম খাড়া ।
চাইর দিগেদি পড়ইন নামাজ, পশ্চিম কেমদি গেলা ।।
আদম তরী হাওয়া ভরি, নিত্যই নতুন খেলা ।
কাফ লাম শীন অক্ষরে জবরে মিলবো কালা ।।