কালা শাহ রচিত গান নং ২০৯

আমার মনের আগুন গো প্রাণসই
আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ
জল ঢালিলে নিবে নাই, বল আমি কোন দেশেতে যাই ।।
ও সখী গো, যে দুঃখ আমার অন্তরে
কইলে না সংসারে ধরে গো প্রাণসই ।
দুঃখের আগুনে হৃদয় জ্বলে
আমি জ্বইলে পুড়ে হইলাম ছাই ।।
ও সখী গো, যেই বন্ধের দুঃখি আমি
সেই বন্ধু জগতের স্বামী গো, ও প্রাণ সই ।
সবে করে সোয়ামীর সেবা, আমার ভাগ্যে হইলো নাই ।।
ও সখী গো, আমার দুঃখ কইতে গেলে
বুক ভাসিয়া যায় নয়নজলে গো প্রাণসই ।
শিশুকালে ছিলো প্রেম, যৌবনকালে নাহি পাই ।।
ও সখী গো, অধম কালাশায় বলে
বন্ধু না সহজে মিলে গো প্রাণ সই ।
যার ভাগ্যে আছে, পায় সে কাছে
ঢুড়িলে কিনারা নাই ।।