ঠিক করিয়া দে গো মুর্শীদ, ঠিক করিয়া দে
তনের মাঝে ছয়জন রিপু, তারা কোনজন কে ।।
চার কুতুব ষোলো পরি ঐ তনের মাঝে
আট বাক, বারো বুরুজ, চৌদ্দ রিকাব কে গো ।।
লাহুত মলকুত নাছুত জবরুত, ঐ তনে আছে ।
আঠারো মোকামের মাঝে কোন মোকামে কে গো ।।
মোকামে মাহমুদার ভেদ কও আমার কাছে ।
জিমের নীচে নোক্তা দিলা, উপরে কে গো ।।
আরশ কোরস লওহ কলম আছে কোন দেশে ।
কেবা রাজা, কেবা প্রজা, বাতাইয়া দে গো ।।
আলেফ লাম, লাম আলেফ, তাতে বাড়ে কে
তুমি যে জগতের গুরু, তোমার গুরু কে গো ।।
হস্ত জোড়ে কালাশায় কয় মুর্শীদের কাছে ।
ওরে, তুমি আমি, আমি তুমি, আমি শব্দ কে গো ।।