আমি কই সকলই ধর্ম, অধর্ম আর কিছু নাই ।
আল্লা কুল্লে শাইয়িন কাদির, কোরাণে দেখিতে পাই ।।
আজর ঠাকুর ভূত-পেত্নি, হামেশা বানাইতো মূর্তি ।
তান গর্ভে খলিলুল্লাহ, কেমনে দিলো পাক সাঁই ।।
খোদার হুকুম বিনে, হয়না কিছু ত্রিভুবনে
ইল্লা বে এজনি, হাদীসে প্রমাণ পাই ।।
নেককাজ করিবারে, শয়তানে ফিরায় আমারে ।
শয়তানেরে কে ফিরাইলো, বুঝিতে না পারি তাই ।।
আলেমের সমাজে যাবো, ওয়াজ শুনিতে পাবো ।
ফালা মুদিল্লা লাহু কেন বলেন পাক সাঁই ।।
অধম কালাশায় কয়, শক্তিহীন সমুদয় ।
শক্তিশালী খোদা তায়ালা, ধর্মাধর্ম তারই ঠাই ।।