কালা শাহ রচিত গান নং ৩৯

আমার বাকসো ভাঙিয়া মাল নিলো গো রসের কামিনী ।
কলের তালা, কলের বাকসো ভাইরে কলের ছুড়ানি ।।
লুটিয়া নিলো তেরোজুড়ি, নফস ছিলো কর্মচারী ।
তার ফেরবে সবই মরি (ভাইরে) চাইয়া দেখছো নি ।।
হৃদমন্দিরে সিংহাসন, মণিপুরে মহাজন ।
চাবি হাতে চোরা একজন হরিয়া নেয় মণি ।।
মুর্শীদ পদে খেলো লাই, ঐ চোরারে বান্ধো ভাই ।
কাষ্ঠ বিনে লোহা জলে ভাইরে ভাসতে দেখছো নি ।।
সুখের সাথী স্ত্রী পর, কে আছে আপন গো তোর ।
কালাশা ও মারা গেলো ভাইরে সঙ্গী না চিনি ।।