কালা শাহ রচিত গান নং ২৪১

ও মোমীন আওহে আও, রিয়াজুল জান্নাতে চলে আও ।
রিয়াজুল জান্নাতে গিয়া, বলছেন নবী, মেওয়া খাও ।।
সাহাবীগণে জিজ্ঞাস করছইন নবীজি হুজুরে ।
রিয়াজুল জান্নাতে মেওয়া, খাই মেওয়া কেমনে ।।
বেহেশতীরা বেহেশতে গেলে, রিয়াজুল জান্নাত মেলে ।
খোদায় দিলে সবাই মিলে হরদমেতে নাম জোগাও ।।
আছাবগণে জিজ্ঞাসিতে বলছইন নবী হকীকত
রিয়াজুল জান্নাত মাইনে, হাল্কা জিগির তরীকত ।।
জিগির পড়া, মেওয়া খাওয়া, হাল্কা বন্দী মোমীন যারা
মিছালে জিন্নাত পাবে তারা, মেশকাতুল হাদীস চাও ।।
বুখারী মুসলিম আর তিরমিজিয়া নেছাতে
মেশকাতে আর হুসনে হুসন, ফতোয়া যে শামীতে ।।
কোরান হাদীস তফসীর ফেকা, হালকা জিগির আছে লেখা
তাসাউফে যাবে দেখা, প্রেমানন্দে হালকা গাও ।।
ছাড়িয়া দিলেরই ধান্দা, সকলেতে হালকা গাও
ও মোমীনান জিকরে জ্বলি, হাকিয়ে হাকিয়ে হাকিয়ে গাও ।।
দিলের মাঝে দুইটি কোঠা, দুইজন আছে খোদা বাটা
রূহানী আর শয়তান নাটা, রইলো কথা হাদীসে চাও ।।
যে মোমীনে পড়ে জিকির, ফুকরিয়া খোদার নাম
খোদার নামের গদা খাইয়া, ছাড়ে শয়তান দিল মোকাম ।।
খোদার নূরে চমক ধরে, সেই কোঠাতে রূশন করে
অন্ধকারে হয় উজালা, পাইলে মোমীন খোদার বাউ ।।
হাল্কা করো খোদার ভাবে, সব গুনা তোর মাফ হবে
বইলাছে আমতা কিতাবে, খোদার কাছে পানা চাও ।।
মুর্শীদরূপে বর্জক ধরো, হালকাবন্দী জিগির করো
পাবে মতলব নিজঘর, স্বরূপেতে মন মজাও ।।
বে-মুরীদা যেই জন, জিগিরে না মজে মন
হবেনা তার দিল রৌশন, চোখের পর্দা খুলে চাও ।।
ধরিয়া মুর্শীদের চরণ, আল্লার নামটি করো স্মরণ
জন্ম মৃত্যূ হবে বারণ, হাশরেতে মিলবো দাও ।।
কাফ লাম ও শীনের বাণী, হাদীস কোরাণ মতে
শয়তানেরই আসা যাওয়া, সকলেরই দিলেতে ।
না মারিলে জিকির গদা, হয়না শয়তান তনছে জুদা
মুসলমানী যায় বেহুদা, হাদীস কোরাণ পড়ে চাও ।।