কালা শাহ রচিত গান নং ২১৯

আমার নবী বিনে দুজাহানে, কেউ নাই আপনা গো ।
ভেজো দরুদ সোনার মদীনা ।
রোজা রাখো নামাজ পড়ো, নবীর তরিক ছাড়িও না ।।
নবী আমার উম্মতের পানা
উম্মতি উম্মতি বলে হইবে দেওয়ানা ।
এমন নবীজির নাম, দম থাকিতে ভুইলো না ।।
নবী যদি পয়দা না হইতো
আসমান-যমীন চন্দ্র-সূর্য কিছু না হইতো ।
নবীজির ইজ্জতে পয়দা কইরাছেন রব্বানা ।।
নবী ধ্যানে পড়হে দরুদ
না পড়িলে দোজাহানে, হইবে মরদুদ ।
নবীজির দ্বীন না মানিলে জাহান্নামে ঠিকানা ।।
পড়ো দরুদ ওহে মোমীনগণ
বেহেশতে আসন পাবে, দুনিয়া রৌশন ।
কবর হাশর পুলছেরাতে কোনো কষ্ট হবেনা ।।
উম্মতের লাগিয়া নবীজান
দিনে-রাইতে কানতো নবী, হইয়া পেরেশান ।
আমার উম্মতের গুনা, মাফ কইরে দেও রব্বানা ।।
নবী আমার দ্বীনের পয়গাম্বর
কালাশায় কয় নবী বিনে, না মিলবে দোসর ।
নবীর চরণ করো ভজন, নইলে উপায় দেখি না ।।