কে আমায় বল পাগল করিলো ।
তারে ধরিবার কোন সন্ধান গো বলো ।।
(হায়রে) দিনে রাত্রে বহে শ্বাস, গোপনেতে প্রকাশ
কেমনে ধরিমু তারে বল ।
নিত্যি আসে নিত্যি যায়, ত্রিপুনিতে মন চুরায়
ধরতে গেলে ধরা মোরে নাই সে দিলো ।।
(হায়রে) শুনি তার বাঁশির ধ্বনি
মন হইয়াছে উদাসীনি
অভাগীরে ধরা নাই সে দিলো ।
আহা মরি হায় হায়, কলিজা জ্বলিয়া যায়
কলিজা জ্বলিয়া আমার আঙ্গার হইলো ।।
হায় বন্ধু প্রাণধন, কী দিলে তোমার মন
তোমারে পাইমু বলো ।
থাকো তুমি ব্রহ্মপুরে, জানিনা সে কত দূরে
রাস্তায় বসিয়া আমার কান্দিয়া জীবন গেলো ।।
তারে যদি ধরতে চাও, ধরো গিয়া মুর্শীদের পাও
কালাশায় কয় যতন করিয়া ।
ধরিয়া চরণ, করো তারে ভজন
সাফল্য জীবন তোমার আমি দেখি হইলো ।।