কালা শাহ রচিত গান নং ১৪২

আমি কোন গুণে পাইমু তারে ।।
পাইতাম যদি তারে, রাখতাম হৃদয় মাঝারে
দিতামনা দিতামনা যাইতে তারে ।।
আমার হৃদয়পুরী, কি সন্ধানে চুরি
করিলো প্রাণনাথে ।
সে জানি কেমন, করিলো এমন
ধরা তো দিলোনা বন্ধু কেবল আমারে ।।
(হায়রে) আমার এই বেদনা, সে বিনে কেউ জানেনা
ভুলিতে পারিনা তারে ।।
সেই বন্ধু বিনে, রাত্র গো দিনে
জ্বলছে আগুন হৃদয় মাঝারে ।।
হায় কি যন্ত্রণা, প্রাণে তো সহেনা
বন্ধু বিনে কালাশায়
বন্ধুয়ার চরণ করিতে ভজন,
দিলো না চরণ দয়া গো করে ।।