কালা শাহ রচিত গান নং ১২৩

ভবে বুঝলে কি আর চলে চলা
কলি যুগে জন্ম লইয়া মায়রে লটি বাপরে শালা ।।
শাশুড়ী বউয়ে ঝগড়া করে, লম্বা করি গলা ।
ওরে বাপে পুতে তামশা দেখে
খাইছে কান কথার মলা ।।
জুম্মার ঘরে মানসা করে মন মুছুল্লি যারা ।
মকদ্দমায় ডিগরে পাইলে বাইট্টা দিমু সবরী কলা ।।
মুন্সী মোল্লা আলেম ওলামা, বেনামাজির বলা ।
ধনী মানি দৌড়ায় নাও, নামের লাগি পাঠার তলা ।।
ফকীর সাধু বৈষ্ণবগণ গলায় দিয়া মালা ।
রোজা নামাজ নাহি পড়ে
গাজায় দম ভাই ঢঙ্গে পালা ।।
টাকা পয়সা জমিদারী, ভয়ের বিষয় আলা ।
বান্ধিয়া নিবো আজরাইলে, ভাঙ্গিয়া তোমার রঙ্গের খেলা ।।
বেবুঝা কালাশায় কয়, বুঝের নাইরে তলা ।
দেশ-বিদেশে ঘুইরা ফিরি, বুঝলাম না ভাই কলির লীলা ।।