ও মুর্শীদ কও, কথা কও শুনি
আমার জনম কেমনে হইলো, কি সে দিন রজনী ।।
আউয়ালে আল্লাজি জানি, দুওমে পয়দা পানি
বিচমে হইলো বিচি পয়দা, কোন চিজ হইলো মণি ।।
লাহুত মলকুত নাছুত জবরুত, ঐ তনের দরানি
চার রঙের চার ফেরেশতা তরে কোন নিশানি ।।
আলেফ লাম হামজা মীম, চার হরফের মানি
আমারে বাতাইয়া দেও তোমার নামের ধ্বনি ।।
কোন পাকে দুনিয়া ঘোরে, কোথায় রব গনি ।
কার জোরে হাওয়া চলে, কোন পাকে চলে পানি ।।
পানির মাঝে সবের জনম, আমি ভালো জানি ।
পানির জনম কীসে হইলো, বলিয়া দেও আপনি ।।
দুধের ছাওয়ালের মতো কালাশার কান্দনী ।
তুমি না ভাঙ্গাইলে ভেদ, আমি কীসে জানি ।।