ও মুর্শীদ, আমারে ভাসাইয়া জলে
সাঁতার শিখাইয়া লও কোলে ।
হাতের আঙ্গুলি নাই মোর সাঁতারিবার কালে
পায়ে যত দেই বাড়ি, যাইমু আমি তলে ।।
তুমি তো দয়াল মুর্শীদ, এ জগতে বলে ।
আমি অধম কর্মনাশা, আছি তোমার বলে ।।
ভবযন্ত্রণা সইতে নারি, ঠেকছি মায়াজালে ।
ভবে আসি মায়া ফাঁসি লাগলো আমার গলে ।।
জ্ঞানশূণ্য বুদ্ধিহারা, খাইছি লাভে মূলে ।
আমার ভরা ডুইবে গেলো, রমণীপুর খালে ।।
দিন গেলো, দিন গেলো চলে কালাশায়ে বলে ।
আমি অধম, ডাকি হরদম, রাখো চরণতলে ।।