কালা শাহ রচিত গান নং ৫০

জন্মিয়া ঠেকিয়াছি ভবে ।
মরতে হবে হায় জ্বালা, না জন্মিলে ছিলাম গো ভালা ।।
আসিয়া ঐ ভবের বাজার, চুরিদারি, জিনা-কিনা ঐসব কারবার ।
মিছা মায়ার ভেলকিত পইড়ে, না চিনলাম চিকন কালা ।।
ইষ্টি-কুটুম‍, ভাই-বেরাদার, মউত সময়কালে কেউ নাইরে সহচর ।
বান্ধিয়া নিবে আজরাইলে আন্ধার গোরে একলা ।।
যে মারিয়াছে দুনিয়ার গর্দান,
আখেরে বাদশাই পাবে হাশরের ময়দান ।
কয়বর-হাশর-পুলছেরাতে না হবে তার কছেল্লা ।।
গাউস কুতুব আবদাল ফকীর,
আল্লা ভাবি সদাই তারা করেনও জিকির ।
কালাশা তুই মাইয়ার লোভে কেনে হইলে বেভুলা ।।