কালা শাহ রচিত গান নং ১১৮

অন্তরে অন্তরে, দেখনা ভাই চিন্তা কইরে
বাপ আদম, মা হাওয়া, কোন কলে ঘোরে ।।
আদম হইতে হাওয়া পয়দা
কোন কলে করিলো খোদা
আদম হইতে না হয় জুদা, খেলে আদম শহরে ।
লাহুতে বসি, নাছুতে বাঁশি, জবরুতে হাসি, মুলকুতে চড়ে ।।
আট কুঠুরি নয় দরজা, কোন জালায় খেলে রাজা ।
হাছন-হুছন, পাক পাঞ্জাতন, কোন তালায় ঘোরে ।।
নয় দরজা রাখছে খোলা
এক দরজায় মারছে তালা
সেই যে চিকন কালা, চেনো নি তারে ।।
প্রেমানন্দে দিয়া তালা, রূহিনীর সঙ্গে খেলা
খেলে সে চিকন কালা, আদম শহরে ।।
আদম শহরে বসি, পঞ্চস্বরে বাঁশি
নাচে কুদে হাসে খেলে আশিকের তরে ।।
আদম তনে পাক সাঁই, হরদমে খেলো লাই
মুর্শীদ না ভজিলে ভাই, কে বুঝতে পারে ।।
কাফ লাম শীন অক্ষরে, প্রকাশ রইলো তার ভিতরে
ধরবে যদি অধর ধরা, দেখো আদম শহরে ।।