কালা শাহ রচিত গান নং ১৩৬

দুই নয়ন ভরিয়া রূপ দেখ গো সখী
বহুদিন পরে পাইছি প্রাণবন্ধুরে হৃদয়ে
মিশে থাকি গো সখি ।।
নয়ন বানে বিন্ধিলো পরাণে
ধৈর্য ধরিয়া কেমনে থাকি ।
দিছি মনপ্রাণ, যৌবন ধন
দুইজন মিশিয়া কুঞ্জে থাকি গো সখী ।।
যৌবন অমূল্য ধন, বান্ধা রাখে কোনজন
বান্ধিলে সে না হয় বন্ধন ।।
প্রিয় বিনে যৌবনধন, কে করতে পারে বারণ
প্রিয়া লইয়া হৃদবাসরে থাকি (গো সখী)
যায় যাবে কুলমান, পাইছি বন্ধু শ্যামচান
কুলকলঙ্কে রে ভয় নাহি রাখি ।
কাফ লাম শীনে জবর বিনে কেমনে ধরিবো
নামের পাখি গো সখি ।।