প্রাণ বন্ধুরে বাজাইয়া মুরলী, পরাণে বধিলায় মোরে ।।
মুরলীর শব্দে প্রাণ ছটফট ছটফট করে
জ্বলিয়া উঠে মনে আগুন
রইতে না দেয় ঘরে । ও প্রাণ বন্ধুরে ।।
শুনিয়া বাঁশির টান, ঘরে নাহি রহে প্রাণ
জিয়ন হইতে মরণ ভালো
না পাইলাম তোমারে (ও প্রাণ বন্ধুরে) ।।
তর প্রেমের হই ভিখারী, দেশ বিদেশে কতই ঘুরি
সাগরেতে ঝাপ দিলে শীত যায় দূরে, ও প্রাণ বন্ধুরে ।।
কালাশারে পাগল করি, কেনে বন্ধু চাওনা ফিরি
আশা দিয়ে কাছে নিয়ে
ভিন্ন বাসো মোরে, ও প্রাণ বন্ধুরে ।।