কালা শাহ রচিত গান নং ২৩৯

মদীনাতে রওজা শরীফ, যাই কেমনে
দিবানিশি ঐ ভাবনা, আমারই মনে ।।
নবীজির পায়ের ধূলি, চক্ষে দেবো সুরমা বলি
যাবে চক্ষের পর্দা খুলি, দেখবো নয়নে ।।
এমন দয়াল নবী, দোজাহানে বাহার খুবি
উদয় হইলো ইসলাম রবি, ঐ যে ভুবনে ।।
সরোয়ারে আলম তিনি, সব রূহানীর শিরোমণি
রূহু লইয়া মগ্ন হইয়া, খেলইন গোপনে ।।
পাপী তাপী তরাইতে, আসলেন নবীজি দুনিয়াতে
চলবে যদি নবীর মতে, পাবে গোপনে ।।
হাশর ময়দান পরে, সুপারিশ করিবারে
নবী বিনে সেই নিদানে, তরবে কেমনে ।।
নবী ধ্যানে মনপ্রাণে, পড়ো দরুদ রাত্রদিনে
কি ধন আছে নবী বিনে, দোনো জাহানে ।।
শরীয়ত ও তরিকত, হকীকত ও মারেফত
চাইর মঞ্জিলে ইবাদত, জাহের বাতেনে ।।
দীনহীন কালাশায় বলে, নবীজির চরণতলে
দয়াল নবী করবেন দয়া, হাশরও দিনে ।।