এই রূপ যৌবন আমার
কে নিলো ও যৌবন, কে নিলো নিলো আমার, কে নিলোরে ।।
রূপে ছিলাম পরিপাটি, মাথায় তুলতাম সিথি পাটি
যৌবনে মারিলো ভাটি, কিছু না রইলো ।।
রঙ্গ গেলো, ভঙ্গ হইলো, বুদ্ধি গেয়ান না রহিলো
উহাম পুহাম গেলো, আদর না রইলো ।।
যখন ছিলো যৌবনধন, আদর করতো সখীগণ ।
অতি সাধের সখী আমার ফিরিয়া না চাইলো ।।
আয়না-কাঁকই লইয়া হাতে, মিছরি-মাজন দিতাম দাতে
যৌবন ফুরাইলো, যাতে কলঙ্ক হইলো ।।
বেশভূষণে দেখতে ভালো, মাথায় কেশ ছিলো কালো ।
কালা কেশ সাদা হইলো, রঙ্গ না রইলো ।।
এই দুনিয়া ভোজের বাজি,
পুতুল খেলায় পুতুল সাজি ।
যৌবনের গুমান কইরে কালাশা মইলো ।।