শ্রী রামপ্রসাদ সেন রচিত গানসমূহ
- অকলঙ্ক শশিমুখী, সুধাপানে সদা সুখী (গান নং ১৭৬)
- অন্নপূর্ণার ধন্য কাশী (গান নং ২২০)
- অপরা জন্মহরা জননি (গান নং ১৫৩)
- অপার সংসার, নাহি পারাবার (গান নং ২৬)
- অভয়পদ সব লুটালে (গান নং ১৪)
- অভয়পদে প্রাণ সঁপেছি (গান নং ৭৬)
- অসকালে যাবো কোথা (গান নং ৫৪)
- আছি তেঁই তরুতলে বসে (গান নং ৮৫)
- আজ শুভনিশি পোহাইল তোমার (গান নং ২২৯)
- আপন মন মগ্ন হলে মা (গান নং ১৩৩)
- আমার অন্তরে আনন্দময়ী (গান নং ১০৬)
- আমার উমা সামান্যা মেয়ে নয় (গান নং ২২৪)
- আমার কপাল গো তারা (গান নং ১২)
- আমার মনে বাসনা জননি (গান নং ২১২)
- আমার সনদ দেখে যা রে (গান নং ৫৯)
- আমায় কী ধন দিবি তোর কী ধন আছে (গান নং ১০৪)
- আমায় ছুয়োনা রে শমন, আমার জাত গিয়েছে (গান নং ৮৯)
- আমায় দেও মা তবিলদারি (গান নং ২)
- আমি এত দোষী কীসে (গান নং ১৭)
- আমি ওই খেদে খেদ করি (গান নং ১০১)
- আমি কবে কাশীবাসী হবো (গান নং ১৪৪)
- আমি কি এমতি রব (গান নং ১২৬)
- আমি কি দুখেরে ডরাই (গান নং ২৪)
- আমি ক্ষেমার খাসতালুকের প্রজা (গান নং ৪৯)
- আমি তাই অভিমান করি (গান নং ৩৭)
- আমি তোর আসামি নইরে শমন (গান নং ২৪৩)
- আমি নই আটাশে ছেলে (গান নং ৫২)
- আমি নই পলাতক আসামি (গান নং ১১০)
- আর কাজ কী আমার কাশী (গান নং ৫)
- আর তোমায় ডাকব না কালী (গান নং ১২৩)
- আর বাণিজ্যে কী বাসনা (গান নং ২৫)
- আর ভুলালে ভুলব না গো (গান নং ৮৪)
- আরে ওই আইল কে রে ঘনবরণী (গান নং ১৬৮)
- আয় দেখি মন চুরি করি (গান নং ৪১)
- আয় দেখি মন তুমি আমি (গান নং ৯২)
- আয় মন বেড়াতে যাবি (গান নং ৮০)
- ইথে কি আর আপদ আছে (গান নং ৬৩)
- উপনীত মন্দাকিনী-তীরে (গান নং ২০৯)
- এ শরীরে কাজ কী রে ভাই (গান নং ৯১)
- এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী (গান নং ১১১)
- এই দেখো সব মাগির খেলা (গান নং ৯৮)
- এই সংসার ধোকার টাটি (গান নং ৪৭)
- একবার ডাকো রে কালী তারা বলে (গান নং ৪০)
- এবার আমি করব কৃষি (গান নং ৭৯)
- এবার আমি বুঝিবো হরে (গান নং ৯)
- এবার আমি ভালো ভেবেছি (গান নং ৩৫)
- এবার কালী কুলাইব (গান নং ৩৯)
- এবার কালী তোমায় খাব (গান নং ১৬)
- এবার বাজি ভোর হলো (গান নং ১৯)
- এবার ভালো ভাব পেয়েছি (গান নং ১১৬)
- এমন দিন কি হবে তারা (গান নং ৭৭)
- এলো চিকুর ভার, এ বামা (গান নং ১৬০)
- এলো চিকুরনিকর নরকর কটি তটে (গান নং ১৭৩)
- এলোকেশী দিগবসনা (গান নং ১৪৭)
- এলোকেশে কে শবে এলরে বামা (গান নং ১৬৭)
- ও কার রমণী সমরে নাচিছে (গান নং ২০১)
- ও কে ইন্দিবরনিন্দি-কান্তি, বিগলিত বেশ (গান নং ১৭৮)
- ও কে রে মনোমোহিনী (গান নং ১৫৮)
- ও নৌকা বাও হে ত্বরাকরি, নূতন কান্ডারি (গান নং ২১৫)
- ও মন, তোর নামে কী নালিশ দিব (গান নং ২৩৯)
- ওগো রানি, নগরে কোলাহল, উঠো চলো চলো (গান নং ২২৬)
- ওমা তোর মায়া কে বুঝতে পারে (গান নং ১২৫)
- ওমা! হরো গো তারা মনের দুঃখ (গান নং ১৩)
- ওরে মন কী ব্যাপারে এলি (গান নং ২৩৮)
- ওরে মন চরকি চরক করো, এ ঘোর সংসারে (গান নং ৬১)
- ওরে মন বলি, ভজো কালী (গান নং ৬৮)
- ওরে শমন, কী ভয় দেখাও মিছে (গান নং ৭৩)
- ওরে সুরাপান করিনে আমি (গান নং ৪৫)
- ওরে, তারা বলে কেন না ডাকিলাম (গান নং ২০২)
- ওহে নূতন নেয়ে, ভাঙা নৌকা চল বেয়ে (গান নং ২১৬)
- ওহে প্রাণনাথ গিরিবর হে (গান নং ২৩২)
- করুণাময়ী কে বলে তোরে দয়াময়ী (গান নং ১৩৭)
- কাজ কী আমার কাশী (গান নং ৯৫)
- কাজ কী মা সামান্য ধনে (গান নং ১০৭)
- কাজ কী রে মন যেয়ে কাশী (গান নং ২৮)
- কামিনী যামিনীবরণে রণে, এল কে (গান নং ১৬৬)
- কার বা চাকরি করো (গান নং ২৪২)
- কালী কালী বলো রসনা (গান নং ৪৬)
- কালী কালী বলো রসনা রে (গান নং ২০৪)
- কালী গো কেন ল্যাংটা ফিরো (গান নং ১৩২)
- কালী তারার নাম জপো মুখে রে (গান নং ১১২)
- কালী সব ঘুচালে ল্যাটা (গান নং ৬৬)
- কালী হলি মা রাসবিহারী (গান নং ১৫৭)
- কালীগুণ গেয়ে বগল বাজায়ে (গান নং ১৯৭)
- কালীনাম জপ করো, যাবে কালীর কাছে (গান নং ৮৭)
- কালীপদ মরকত আলানে (গান নং ৩৮)
- কালীর নামে বড়ো মিঠা (গান নং ৬২)
- কালীর নামের গন্ডি দিয়া আছি দাড়াইয়া (গান নং ১০৫)
- কালো মেঘ উদয় হল অন্তর অম্বরে (গান নং ৩৪)
- কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কী রঙ্গ, তরুণ বয়েস (গান নং ১৮৭)
- কে জানে গো কালী কেমন (গান নং ২২)
- কে মোহিনী ভালে বাল শশী (গান নং ১৮৫)
- কে রে কুঞ্জর-গামিনী, তনু-সৌদামিনী (গান নং ২১০)
- কে রে বামা কার কামিনী (গান নং ১৪১)
- কে হর-হৃদি বিহরে (গান নং ১৬৯)
- কেন গঙ্গাবাসী হবো (গান নং ৬৪)
- কেবল আসার আশা, ভবে আসা, আসা মাত্র হলো (গান নং ৮)
- গিরি, এবার আমার উমা এলে (গান নং ২২৩)
- গিরিবর, আর আমি পারিনে হে (গান নং ২৩৩)
- গিরিশগৃহিনী গৌরী গোপবধূবেশ (গান নং ২১৩)
- গেল দিন মিছে রঙ্গরসে (গান নং ১১)
- গেল না, গেল না, দুঃখের কপাল (গান নং ২৩৭)
- চিকন কালোরুপা সুন্দরী ত্রিপুরারি হৃদে বিহরে (গান নং ১৭১)
- ছি ছি মন তুই বিষম লোভা (গান নং ৮৩)
- ছি ছি মনভ্রমরা দিলি বাজি (গান নং ৯৩)
- জগত-জননি তুমি গো মা তারা (গান নং ১৮৯)
- জগদম্বার কোটাল, বড়ো ঘোর নিশায় বেরুল (গান নং ২০৫)
- জগদম্বারে যব পুরে বেণু, যব পুরে বেণু (গান নং ২২৮)
- জননি পদপঙ্কজং দেহি শরণাগত জনে (গান নং ১৩৬)
- জানিগো জানিগো তারা তোমার যেমন করুণা (গান নং ১৯৬)
- জানিলাম বিষম বড়ো, শ্যামা মায়েরই দরবার রে (গান নং ৭০)
- জাল ফেলে জেলে রয়েছে বসে (গান নং ৯৯)
- জয় কালী জয় কালী বলে জেগে থাকো রে মন (গান নং ৭৪)
- ডাকোরে মন কালী বলে (গান নং ১৫৪)
- ডুব দে মন কালী বলে (গান নং ৩)
- ঢলঢল জলদবরণী এ কার রমণী রে (গান নং ১৭৯)
- ঢলিয়ে ঢলিয়ে কে আসে (গান নং ১৫৯)
- তাই কালোরুপ ভালোবাসি (গান নং ১১৫)
- তাই বলি মন জেগে থাকো (গান নং ২০)
- তারা আছ গো অন্তরে, মা আছ গো অন্তরে (গান নং ১৮৮)
- তারা তরি লেগেছে ঘাটে (গান নং ৭৮)
- তারা তোমার আর কি মনে আছে (গান নং ২০৮)
- তারা নামে সকলই ঘুচায় (গান নং ৬০)
- তারা, আর কী ক্ষতি হবে (গান নং ১৯২)
- তাহার জমি আমার দেহ (গান নং ২৩৬)
- তিলেক দাঁড়া ওরে শমন (গান নং ১২০)
- তুই যা রে কী করবি শমন (গান নং ৬৫)
- তুমি এ ভালো করেছো মা, আমারে বিষয় দিলে না (গান নং ৪২)
- তুমি কার কথায় ভুলেছো রে মন (গান নং ১৯১)
- তোমার সাথি করে ও মন (গান নং ২৪৬)
- ত্যজো মন কুজন-ভুজঙ্গ-সঙ্গ (গান নং ২৩৪)
- থাকি একখান ভাঙা ঘরে (গান নং ১৫৫)
- দরদরদর ঝরত লোর (গান নং ২১৮)
- দিবানিশি ভাবো রে মন, অন্তরে করালবদনা (গান নং ১২৭)
- দীন দয়াময়ী কী হবে শিবে (গান নং ১০৯)
- দুঃখের কথা শুনো মা তারা (গান নং ১৪২)
- দূর হয়ে যা যমের ভটা (গান নং ৫১)
- দেখি মা কেমন করে আমারে ছাড়ায়ে যাবা (গান নং ৫৭)
- দয়াময়ী আইস আইস ঘরে (গান নং ২২৭)
- নটবর বেশে বৃন্দাবনে (গান নং ২১৪)
- নব নীল নীরদ তনু রুচি কে (গান নং ১৭৪)
- নলিনী নবীনা মনোমোহিনী (গান নং ১৮৩)
- নিতান্ত যাবে দিন, এ দিন যাবে (গান নং ২০৭)
- নিতি তোরে বুঝাবে কেটা (গান নং ২৭)
- নিরখি নিরখি বদন-ইন্দু (গান নং ২২২)
- পতিত পাবনী তারা (গান নং ৫৫)
- পতিতপাবনী পরা, পরামৃত ফলদায়িনী (গান নং ১৫৬)
- পুরলো নাকো মনের আশা (গান নং ১৪৮)
- প্রথম বয়স রাই রসরঙ্গিনী (গান নং ২১৭)
- বন্দে শ্রীগুরুদেবকি চরণং (গান নং ১)
- বমবমবম ভোলা (গান নং ২১৯)
- বলো ইহার ভাব কী, নয়নে ঝরে জল (গান নং ১৫২)
- বলো দেখি ভাই কী হয় মলে (গান নং ২৪৭)
- বলো মা আমি দাড়াই কোথা (গান নং ৭)
- বামা ও কে এলোকেশে (গান নং ১৭৭)
- বাসনাতে দাও আগুন জ্বেলে (গান নং ২৪৪)
- বড়াই করো কীসে গো মা (গান নং ৭২)
- ভবে আর জন্ম হবে না (গান নং ১৫১)
- ভবের আসা, খেলব পাশা (গান নং ১৮)
- ভাব কী! ভেবে পরাণ গেল (গান নং ৯৪)
- ভাবো না কালী, ভাবনা কীবা (গান নং ১০)
- ভালো নাই মোর কোনো কালে (গান নং ১৯৪)
- ভালো ব্যাপার মন করতে এলে (গান নং ১৪০)
- ভূতের বেগার খাটবো কত (গান নং ১৩৯)
- ভেবে দেখো মন কেউ কারো নয় (গান নং ১৩১)
- মন আমার যেতে চায় গো, আনন্দকাননে (গান নং ১৩৫)
- মন করো কী তত্ত্ব তাঁরে (গান নং ২৪৯)
- মন কালী কালী বলো (গান নং ৩৩)
- মন কী করো ভবে আসিয়ে (গান নং ২৩৫)
- মন কেন মার চরণছাড়া (গান নং ১৫)
- মন কেন রে পেয়েছো এত ভয় (গান নং ৭১)
- মন কেন রে ভাবিস এত (গান নং ২০০)
- মন কোরো না দ্বেষাদ্বেষি (গান নং ৫৮)
- মন কোরো না সুখের আশা (গান নং ২১)
- মন খেলাও রে দাণ্ডাগুলি (গান নং ৪৩)
- মন গরিবের কী দোষ আছে (গান নং ১২১)
- মন জান না কী ঘটবে ল্যাঠা (গান নং ১০০)
- মন তুই কাঙালি কীসে (গান নং ২৪৫)
- মন তুমি কী রঙ্গে আছো (গান নং ১৪৯)
- মন তুমি দেখো রে ভেবে (গান নং ১৯০)
- মন তোমার এই ভ্রম গেলো না (গান নং ৮১)
- মন তোর এত ভাবনা কেনে (গান নং ১৯৯)
- মন তোরে তাই বলি বলি (গান নং ১১৪)
- মন ভুলো না কথার ছলে (গান নং ৩০)
- মন ভেবেছ তীর্থে যাবে (গান নং ৯০)
- মন যদি মোর ঔষধ খাবা (গান নং ১২৮)
- মন যদি মোর ভিয়ান করিস (গান নং ২০৩)
- মন রে আমার এই মিনতি (গান নং ৩১)
- মন রে আমার ভোলা মামা (গান নং ২১১)
- মন রে কৃষি কাজ জানো না (গান নং ৬)
- মন রে তোর বুদ্ধি একী (গান নং ২৪০)
- মন রে ভালোবাসো তাঁরে (গান নং ১০২)
- মন রে শ্যামা মাকে ডাকো (গান নং ৮২)
- মন হারালি কাজের গোড়া (গান নং ১৩০)
- মনরে তোর চরণ ধরি (গান নং ১৪৫)
- মরলেম ভূতের বেগার খেটে (গান নং ২৪১)
- মরি ও রমণী কী রণ করে (গান নং ১৮২)
- মরি গো এই মন-দুঃখে (গান নং ১৫০)
- মা আমার অন্তরে আছ (গান নং ৩২)
- মা আমার খেলান হল (গান নং ১২২)
- মা আমার বড়ো ভয় হয়েছে (গান নং ১৪৩)
- মা আমায় ঘুরাবে কত (গান নং ৪)
- মা আমি পাপের আসামি (গান নং ৫৩)
- মা কত নাচো গো রণে (গান নং ১৬২)
- মা গো আমার কপাল দুষি (গান নং ৮৬)
- মা তোমারে বারে বারে জানাবো আর দুঃখ কত (গান নং ১৯৫)
- মা বলে ডাকিস না রে মন (গান নং ১৭০)
- মা বসন পরো (গান নং ৭৫)
- মা বিরাজে ঘরে ঘরে (গান নং ১১৯)
- মা মা বলে আর ডাকব না (গান নং ৬৭)
- মা হওয়া কি মুখের কথা (গান নং ৪৮)
- মাগো তারা ও শংকরী (গান নং ২৩)
- মায়ার এ পরম কৌতুক (গান নং ২৪৮)
- মায়ের এমনি বিচার বটে (গান নং ১০৮)
- মায়ের চরণতলে স্থান লব (গান নং ১৪৬)
- মায়ের নাম লইতে অলস হইও না (গান নং ১৯৩)
- মুক্ত করো মা মুক্তকেশী (গান নং ১১৩)
- মোরে তারা বলে কেন না ডাকিলাম (গান নং ৫৬)
- মোহিনী আশা বাসা (গান নং ১৬১)
- যদি ডুবল না ডুবায়ে বাওরে মননেয়ে (গান নং ১৩৪)
- যাও গো জননি, জানি তোরে (গান নং ১৮৪)
- যারে শমন যারে ফিরি (গান নং ৫০)
- রত্নসিংহাসনে গৌরী (গান নং ২২৫)
- রসনায় কালী কালী বলে (গান নং ৪৪)
- রসনে কালী নাম রটো রে (গান নং ২৯)
- শংকর পদতলে, মগনা রিপুদলে (গান নং ১৮০)
- শমন আসার পথ ঘুচেছে (গান নং ১০৩)
- শমন হে আছি দাঁড়ায়ে (গান নং ১১৮)
- শিব স্বস্ত্যয়নে কীবা কাম (গান নং ২৩১)
- শ্যামা বামা কে (গান নং ১৬৪)
- শ্যামা বামা কে বিরাজে ভবে (গান নং ১৭৫)
- শ্যামা বামা গুণধামা কালান্তক-উরসি (গান নং ১৮৬)
- শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি (গান নং ৯৬)
- শ্রীদুর্গানাম ভুলো না (গান নং ১৯৮)
- সদাশিব-শবে আরোহিণী কামিনী (গান নং ২০৬)
- সমর করে ও কে রমণী (গান নং ১৭২)
- সমরে কে রে কালকামিনী (গান নং ১৮১)
- সময় তো থাকবে না গো মা, কেবল কথা রবে (গান নং ৮৮)
- সাধের ঘুমে ঘুম ভাঙে না (গান নং ১১৭)
- সামাল ভবে ডুবে তরি (গান নং ১২৪)
- সামাল সামাল ডুবল তরি (গান নং ৬৯)
- সে কি এমনি মেয়ের মেয়ে (গান নং ১২৯)
- সে কি শুধু শিবের সতী (গান নং ৯৭)
- হর ফিরে মাতিয়া, শংকর ফিরে মাতিয়া (গান নং ২২১)
- হুংকারে সংগ্রামে ও কে বিরাজে বামা (গান নং ১৬৫)
- হৃৎকমল মঞ্চে দোলে করালবদনী শ্যামা (গান নং ৩৬)
- হেরো, কার রমণী নাচে রে ভয়ংকরা বেশে (গান নং ১৬৩)
- হয় নয় অন্তরে গো রোয়ে (গান নং ২৩০)
- হয়েছি মা জোর ফরিয়াদি (গান নং ১৩৮)