শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৭৪

নব নীল নীরদ তনু রুচি কে?
ওই মনোমোহিনী রে।।
তিমির শশধর, বাল দিনকর, সমান চরণে প্রকাশ
কোটি চন্দ্র ঝলকত, শ্রীমুখমন্ডল নিন্দি,
সুধামৃত ভাষ।।
অবতংস সে শ্রবণে, কিশোর বিধি অরি
গলিত কুন্দলপাশ।
গলে সুন্দর বরণ, সুহার লম্বিত,
সতত সঘনে নিবাস।।
বামার বামকর পর, খড়গ নরশির,
সব্যে পূর্ণাভিলাষ।
শশি-শকল ভালে, বিরাজে মহাকালে,
ঘোর ঘন ঘন হাস।।
ভণে শ্রীকবিরঞ্জনে, বাঞ্ছা করেছি মনে,
করুণাবলোকনে, কলুষচয় করো নাশ।
তব নাম বদলে, যে প্রকাশে সে জনে,
প্রভবে এ কথা আভাষ।।