অপরা জন্মহরা জননি।
অপারে ভবসংসারে এক তরণি।।
অজ্ঞানেতে অন্ধ জীব, ভেদ ভাবে শিবা শিব,
উভয়ে অভেদ পরমাত্মা-স্বরুপিণী।।
মায়াতীত নিজে মায়া, উপাসনা হেতু কায়া,
দীনদয়াময়ী বাঞ্ছাধিক ফলদায়িনী।।
আনন্দকাননে ধাম, ফল কী তারিণী নাম।
যদি জপে দেহ অন্তে, শিব বলে মানি।।
কহিছে প্রসাদ দীন, বিষয় সুক্রিয়া হীন,
নিজ গুণে তিন লোক তারয় তারিণী।।