আমার সনদ দেখে যা রে।
আমি কালীর সুত, যমের দূত,
বল গে যা তোর যমরাজারে।।
সনদ দিলেন গণপতি, পার্বতীর অনুমতি।
আমার হাজির জামিন ষড়ানন,
সাক্ষী আছে নন্দিবরে।।
সনদ আমার উরস পাটে,
যেমনি সনদ তেমনি টাটে।
তাতে স্ব অক্ষরে দস্তখত
করেছেন দিগম্বরে।।