আপন মন মগ্ন হলে মা,
পরের কথায় কী হয় তারে।।
পরের কথায় গাছে চড়ে,
আপন দোষে পড়ে মরে।
পরের জামিন হলে পরে,
সে না দিলে আপনে ভরে।।
যখন দিনে নিরাই করে,
শিকারি সব রয় না ঘরে।
জাঠা বর্শা লয়ে করে, নাও না পেলে চলে তরে
চাষা লোকে কৃষি করে, পঙ্ক জলে পচে মরে।
যদি সে নিরাইতে পারে, অঝরে কাঞ্চন ঝরে।।