শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২২৯

আজ শুভনিশি পোহাইল তোমার।
এই যে নন্দিনী আইল, বরণ করিয়া আনো ঘরে,
মুখশশী দেখো আসি, দূরে যাবে দুঃখরাশি,
ও চাঁদ মুখের হাসি, সুধারাশি ক্ষরে।।
শুনিয়া এ শুভ বাণী, এলো চুলে ধায় রানি,
বাস না সম্বরে।
গদগদ ভাব-ভরে, ঝরঝর আঁখি ঝরে,
পাছে করি গিরিবরে, অমনই কাঁদে গলা ধরে।
পুন কোলে বসাইয়া, চারু মুখ নিরখিয়া,
চুম্বে অরুণ অধরে।
বলে, জনক তোমার গিরি, পতি জনম-ভিখারি,
তোমা হেন সুকুমারী, দিলাম দিগম্বরে।।
যত সহচরীগণ, হয়ে আনন্দিত মন,
হেসে হেসে এসে ধরে করে।
কহে বৎসরেক ছিলে ভুলে,
এত প্রেম কোথা থুলে,
কথা কহো মুখ তুলে, প্রাণ মরে মরে।।
কবি রামপ্রসাদ দাসে, মনে মনে কত হাসে,
ভাসে মহা আনন্দসাগরে।
জননির আগমনে, উল্লাসিত জগজ্জনে,
দিবানিশি নাহি জানে, আনন্দে পাশরে।।