শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২৪৯

মন করো কী তত্ত্ব তাঁরে।
ওরে উন্মত্ত, আঁধার ঘরে।।
সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত
অভাবে কি ধরতে পারে।
মন অগ্রে শশী বশীভূত,
করো তোমার শক্তিসারে।।
ওরে কোটার ভিতর চোরকুটুরি
ভোর হলে সে লুকাবে রে।
ষড়দর্শনে দর্শন পেলে না,
আগম নিগম তন্ত্রসারে।
সে যে ভক্তিরসের রসিক,
সদানন্দে বিরাজ করে পুরে।।
সে ভাব লোভে পরম যোগী,
যোগ করে যুগ যুগান্তরে।
হলে ভাবের উদয়, লয় সে যেমন
লোহাকে চুম্বকে ধরে।।
প্রসাদ বলে মাতৃভাবে, আমি তত্ত্ব করি যারে
সেটা চাতরে কি ভাঙব হাড়ি,
বুঝোরে মন ঠারেঠোরে।।