শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১১৬

এবার ভালো ভাব পেয়েছি।
কালীর অভয়পদে প্রাণ সঁপেছি।
ভাবের কাছে পেয়ে ভাব,
ভাবীকে ভালো ভুলায়েছি।
তাই রাগ দ্বেষ লোভ ত্যজে,
সত্ত্বগুণে মন দিয়েছি।।
তারা নাম সারাৎসার, আত্মশিক্ষায় বাঁধিয়াছি।
সদা দুর্গা দুর্গা দুর্গা বলে,
দুর্গা নামের কাছ করেছি।।
প্রসাদ ভাবে যেতে হবে, একথা নিশ্চিত জেনেছি
লয়ে কালীর নাম পথের সম্বল,
যাত্রা করে বসে আছি।।