শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৪৫

ওরে সুরাপান করিনে আমি
সুধা খাই জয়কালী ব‌লে।
মন মাতা‌লে মাতাল ক‌রে,
মদ মাতা‌লে মাতাল ব‌লে।
গুরুদত্ত গুড় ল‌য়ে, প্রবৃ‌ত্তি মশলা দি‌য়ে মা,
আমার জ্ঞান শু‌ড়ি‌তে চুয়ায় ভা‌টি,
পান ক‌রে ‌মোর মন মাতা‌লে।
মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন ক‌রি ব‌লে তারা মা,
রামপ্রসাদ ব‌লে এমন সুরা খে‌লে চতুর্বর্গ মে‌লে।।