এবার কালী তোমায় খাব।
(খাব খাব গো দীনদয়াময়ী)
তারা গণ্ডযোগে জন্ম আমার।।
গন্ডযোগে জন্ম হলে
সে হয় যে মা-খেকো ছেলে।
এবার তুমি খাও কী আমি খাই মা,
দুটার একটা করে যাব।।
ডাকিনী যোগিনী দুটা, তরকারী বানায়ে খাব।
তোমার মুণ্ডমালা কেড়ে নিয়ে,
অম্বলে সম্ভার চড়াব।।
হাতে কালি মুখে কালী, সর্বাঙ্গে কালি মাখিব।
যখন আসবে শমন বাঁধবে কষে,
সেই কালি তার মুখে দিব।।
খাব খাব বলি মাগো উদরস্থ না করিব।
এই হৃদিপদ্মে বসাইয়ে, মনোমানসে পূজিব।।
যদি বল কালী খেলে, কালের হাতে ঠেকা যাব।
(আমার) ভয় কী তাতে কালী বলে
কালেরে কলা দেখাব।।
কালীর বেটা শ্রীরামপ্রসাদ,
ভালোমতে তাই জানাব।
তাতে মন্ত্রের সাধন শরীর পতন,
যা হবার তাই ঘটাইব।।