শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ২৩১

শিব স্বস্ত্যয়নে কীবা কাম।
সেই শিব জপেন দুর্গানাম।।
শ্রীদূর্গা নাম গুণগানে।
শিব না মরিল বিষপানে।।
মার নামের ফলে চরণ-বলে।
শিব মৃত্যুঞ্জয় বলে।।
দূর্গানাম সংসার সাগরে তরি।
কান্ডারি তায় ত্রিপুরারি।।
যে দূর্গানামে বিঘ্ন হরে।
সেই দূর্গা কন্যারুপে তোমার ঘরে।।
আমি সার কথা তোমারে কই।
ও তো তোমার কন্যা নয়, ওই ব্রহ্মময়ী।।