শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৯০

মন তুমি দেখো রে ভেবে।
ওরে, আজি অব শতান্তে বা অবশ্য মরিতে হবে
ভব-ঘোরে রয়ে রে মন, ভাবলিনে ভবানী-ভবে।
সদা ভাবো সেই ভবানী-পদ, যদি ভবপারে যাবে।।