শমন আসার পথ ঘুচেছে।
আমার মনের সন্ধ দূরে গেছে।।
ওরে আমার ঘরের নবদ্বারে,
চারি শিব চৌকি রয়েছে।।
এক খুটিতে ঘর রয়েছে,
তিন রজ্জুতে বাঁধা আছে
সহস্র-দল-কমলে শ্রীনাথ,
অভয় দিয়ে বসে আছে।।
দ্বারে আছে শক্তি বাঁধা,
চৌকিদারি ভার লয়েছে।
সে শক্তির জোরে চেতন করে,
তাইতে প্রাণ নির্ভয়ে আছে।
মূলাধারে স্বাধিষ্ঠানে, কণ্ঠমূলে ভুরুমাঝে।
এ চারি স্থানে চারি শিব, নবদ্বারে চৌকি আছে
রামপ্রসাদ বলে এই ঘরে,
চন্দ্র সূর্য উদয় আছে।
ওরে তমো নাশ করি তারা,
হৃদমন্দিরে বিরাজিছে।।