প্রথম বয়স রাই রসরঙ্গিনী,
ঝলমল তনুরুচি স্থির সৌদামিনী।
রাইবদন চেয়ে ললিতা বলে,
রাই আমার মোহনমোহিনী।।
রাই যে পথে প্রয়াণ করে, মদন পলায় ডরে।।
কুটিল কটাক্ষশরে, জিনিল কুসুমশরে।।
কীবা চাঁচর সুন্দর কেশ।
সখী বকুলে বানাইল বেশ।।
তার গন্ধে অলিকুল, হইয়া আকুল,
কেশে করিছে প্রবেশ।।
নব ভানু ভালেতে নিবাস,
মুখ-পদ্ম করেছে প্রকাশ।
উরে কলিকা যে আছে,
কী জানি ফুটে পাছে, সখীর হৃদয়ে তরাস।।
ভাবে পূর্ণচন্দ্র কোলে তার,
অপরূপ শোভা হল আর।
একী শ্রীবদন ছবি উপরেতে চাঁদ রবি,
সদন মদন রাজার।
অলকা কোলে মতিহার,
কীবা বিচিত্র ভাব বিধাতার।
যেন রাহুর মুখমাজে, বসনরাজি রাজে,
চাঁদেরে করেছে আহার।।
আঁখি লোল অনুমানি এই
চাঁদে হরিণশিশু আছে যেই।
তনু সুধায় লুকায়েছি ব্যাধে বধে পাছে,
দিগ নিহারই সেই।।
চারু অপাঙ্গ কাম কামান,
নাসাতিলক শর খরসান।
সেই শ্যামসুন্দর মানস মৃগবর,
ভাবে বুঝি করিছে সন্ধান।।