এলোকেশে কে শবে এলরে বামা।
নখরনিকর হিমকরবর, রঞ্জিত ঘন-তনু,
মুখ হিমধামা।।
নব নব সঙ্গিনী, নব রসরঙ্গিণী,
হাসত ভাসত নাচত বামা।
কুলবালা বাহুবলে, প্রবল দনুজদলে,
ধরাতলে হতরিপুসমা।।
ভৈরব ভূত, প্রমথগণ ঘন রবে, রণজয়ী শ্যামা।
করে করে ধরে তাল, ববম বম বাজে গাল,
ধা ধা ধা গুড় গুড় বাজিছে দামামা।।
ভবভয়ভঞ্জন হেতু কবিরঞ্জন,
মুঞ্চতি করম সুনামা।
তব গুণ শ্রবণে, সতত মম মনে,
ঘোর ভবে পুনরপি গমন বিরামা।।