শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১২৮

মন যদি মোর ঔষধ খাবা।
আছে শ্রীনাথদত্ত পটলসত্ত্ব,
মধ্যে মধ্যে ওইটি চাবা।।
সৌভাগ্য করো রে দূরে, মৃত্যুঞ্জয়ের করো সেবা।
রামপ্রসাদ বলে তবেই সে মন,
ভবরোগে মুক্ত হবা।।