শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ৮৯

আমায় ছুয়োনা রে শমন, আমার জাত গিয়েছে।
যেদিন কৃপাময়ী আমায় কৃপা করেছে।।
শোন রে শমন বলি, আমার জাত কীসে গিয়াছে,
(ও শমন রে) আমি ছিলেম গৃহবাসী,
কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে।
মন রসনা এই দুজনা,
কালীর নামে দল বেঁধেছে (ওরে শমন রে)।
ইহা করে শ্রবণ, রিপু ছয়জন ডিঙা ছাড়িয়াছে।।