শ্রী রামপ্রসাদ সেন রচিত গান নং ১৪৩

মা আমার বড়ো ভয় হয়েছে।
সেথা জমা-ওয়াসিল দাখিল আছে।।
রিপুর বশে চল্লেম আগে,
ভাবলেম না কী হবে পাছে।
ওই যে চিত্রগুপ্ত বড়োই শক্ত,
যা করেছি তাই লিখেছে।।
জন্ম জন্মান্তরের যত,
বকেয়া বাকী জের টেনেছে।
যার যেমনি কর্ম তেমনি ফল,
কর্মফলের ফল ফলেছে।।
জমায় কমি খরচ বেশী,
তলব কীসে রাজার কাছে।
ওই যে রামপ্রসাদের মনের মধ্যে,
কেবল কালী নাম ভরসা আছে।।