এ শরীরে কাজ কী রে ভাই
দক্ষিণে প্রেমে না গলে।
এ রসনায় ধিক ধিক, কালীনাম নাহি বলে।।
কালীরুপ যে না হেরে, পাপচক্ষু বলি তারে।
ওরে সেই সে দুরন্ত মন, না ডুবে চরণতলে।।
সে কর্ণে পড়ুক বাজ, থেকে তার কীবা কাজ।
ওরে সুধাময় নাম শুনে, চক্ষু না ভাসালে জলে।।
যে করে উদর ভরে, সে করে কি সাধ করে।
ওরে না পুরে অঞ্জলি চন্দন জবা আর বিল্বদলে।।
সে চরণে কাজ কীবা, মিছা শ্রম রাত্রিদিবা।
ওরে কালীমূর্তি যথাতথা ইচ্ছাসুখে নাহি চলে।।
ইন্দ্রিয় অবশ যার, দেবতা কি বশ তার।
রামপ্রসাদ বলে বাবুই গাছে
আম্র কি কখনো ফলে।।